Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাদ্দাখাঁ মসজিদ, আলীগঞ্জ
Location
আলীগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর।
Transportation
ঢাকার সদরঘাট থেকে সোনার তরী, ঈগল, বোগদাদিয়াসহ আরো অনেক লঞ্চে চাঁদপুর যাওয়া যায়। ভাড়া ১৮০ টাকা (আসন)। চাঁদপুর শহর থেকে বাসে হাজীগঞ্জ যাওয়া যায়। ভাড়া ৩৫ টাকা। তারপর ইজিবাইক অথবা রিকশাযোগে আলীগঞ্জ মসজিদের সামনে 10 টাকা ভাড়া।
Details

হাজীগঞ্জ উপজেলা সংলগ্ন চাঁদপুর হাজীগঞ্জ মহা সড়কের পাশ দিয়ে আলীগঞ্জ নামক স্থানে একটি প্রাচীন মাজার ও মসজিদ রয়েছে। মাজারটি অলী আলী মর্দান খানের। তিনি হযরত শাহজালালের সময় তার সাথী হিসেবে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আলীগঞ্জ এলাকায় এসেছিলেন। হযরত মাদ্দা খাঁর মৃতু্যর ৩৫০ বছর পর ১৭৩৮ সালে একটি মসজিদ স্থাপিত হয়। কারম্নকার্য খচিত কর্মকুশলতার অনন্য নিদর্শণ মসজিদের মূল গেইট গেইটের সামনের অংশে কষ্টি পাথর দিয়ে কারু কার্যিত ও সুন্দর মনোরম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।