গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিষদ কার্যালয়
হাজীগঞ্জ, চাঁদপুর।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের মার্চ, ২০১৫ মাসের সভার কার্যবিবরনী।
সভাপতি :আবদুর রশিদ মজুমদার
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, হাজীগঞ্জ, চাঁদপুর।
তারিখ :৩১/মার্চ ১০১৫ খ্রি.
সময় : বেলা ১১- ঘটিকা
স্থান : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, হাজীগঞ্জ।
উপস্থিত : উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরি‘ক’ তে দ্রষ্টব্য।
সভাপতি উপস্থিত সকল সম্মানি সদসগনকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। সভাপতি মহোদয়ের সম্মাতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ সভা পরিচালনা করেন।বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয়। তাতে কোন প্রাকার সংশোধনী/ আপত্তি না থাকায় তা সর্বেসম্মতিক্রর্মে গৃহীত ও অনুমোদিত হয়। অতপর চলতি সভার নিমোক্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকৌশলী বিভাগ | আলোচনা | সিদ্ধান্ত | প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এবং সংশ্লিষ্ট সকল |
ঐ | উপজেলা চেয়ারম্যান জানান যে, গত ২৫/০৩/২০১৫ ইং তারিখে অগ্নিকান্ডে নিম্ম বর্ণিত ব্যাক্তগণের বসতগর পুড়ে ছাই হয়ে গিয়েছে বিধায় তারা আর্থিক সাহায্যের আবেদন করেন। | বিস্তারিত আলোচনার পর আবেদন কারীগনের অনুকূলে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল(অপ্রত্যাশিত খাত) হতে ক্ষয়ক্ষতির দিক বিবেচনা করতঃ নিম্ম বর্নিত হারে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। | উপজেলা নির্বাহী অফিসার |
১ | জনাব ফারুক বেপারী, পিতা- মৃত আমিন উদ্দিন বেপারি, গ্রাম-ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর। তার বসতঘরটি সম্পূর্ন্ন রুপে ছাই হয়ে গিয়েছে। | জনাব ফারুক বেপারী, পিতা- মৃত আমিন উদ্দিন বেপারি, গ্রাম-ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ,জেলা- চাঁদপুরকে ১০,০০০/-(দশ হাজার) টাকা। | ঐ |
২ | জনাব মোঃ মিজানুর রহমান বেপারী, পিতা- আমিন উদ্দিন বেপারী, গ্রাম- ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর। তার বসতঘরটি সম্পূর্ন্ন রুপে ছাই হয়ে গিয়েছে। | জনাব মোঃ মিজানুর রহমান বেপারী, পিতা- আমিন উদ্দিন বেপারী, গ্রাম- ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে ১০,০০০/-(দশ হাজার) টাকা। | ঐ |
৩ | জনাব শাহজাহান বেপারী, পিতা- আমিন উদ্দিন বেপারী, গ্রাম-ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর তার বসতঘরটি সম্পূর্ন্ন রুপে ছাই হয়ে গিয়েছে। | জনাব শাহজাহান বেপারী, পিতা- আমিন উদ্দিন বেপারী, গ্রাম-ধড্ডা, উপজেলা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে ১০,০০০/-(দশ হাজার) টাকা। | ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS