হাজীগঞ্জ ১৮৯.৯০ বর্গ কিমি । অবস্থান: ২৩°১২´ থেকে ২৩°২০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৫´ থেকে ৯০°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা, দক্ষিণে ফরিদগঞ্জ ও রামগঞ্জত উপজেলা, পূর্বে শাহরাস্তি উপজেলা, পশ্চিমে চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা।
ভৌগলিক অবস্থানঃ
পূর্ব ̶ শাহরাস্তি উপজেলা।
পশ্চিম ̶ চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা।
উত্তর ̶ কচুয়া ও মতলব দক্ষিন।
দক্ষিণ ̶ ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS